খরচ নির্ভর করে কত ইঞ্চি লম্বা হতে চান, কি পদ্ধতিতে লম্বা হতে চান এবং কতগুলো অপারেশন হবে তার উপর নির্ভর করে। এসব ভেদে কমপক্ষে ৩ লাখ থেকে ১২/১৬ লাখ টাকা খরচ হতে পারে।
শুধু রিং দিয়ে অপারেশন করলে প্রতি ইঞ্চির জন্য তিন মাস রিং পরে থাকতে হবে। যদি রিং এর সাথে রড দেওয়া হয় তাহলে শুধু লম্বা হওয়ার সময়টুকু রিং পরতে হবে।
প্রথম অপারেশনে ৭ থেকে ১৪ দিন থাকলে হবে।
দীর্ঘ মেয়াদি কোন রিস্ক এই অপারেশনে নাই। তবে যে কোন অপারেশনের মত এতে কিছু রিস্ক থাকে। যেমন: পিনের গোড়ার ইনফেকশন, ব্যথা, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া ইত্যাদি।
অপারেশনের পর রিং এর রোগীদের মতই যত্ন নিতে হয়। তবে এ ক্ষেত্রে যেহেতু সুস্থ মানুষের অপারেশন করা হয় সেহেতু অনেক বেশী ব্যায়াম করতে হয়।
যদি শুধু রিং দেওয়া হয় তাহলে দুই পায়ে একই দিনে অপারেশন সম্ভব। যদি রিং এর সাথে রড দেওয়া হয় সেক্ষেত্রে আলাদা দিনে অপারেশন করা ভাল।
ফিজিওথেরাপীস্টের কাছে যাওয়ার চেয়ে নিজে ব্যায়াম করাই উত্তম।